সোমবার, ২৪ জুলাই ২০২৩ , ০১:৫৫ পিএম
নওগাঁর পত্নীতলায় ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (২৪ জুলাই) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার খিরসিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ধামইরহাট থানার দেবীপুর গ্রামের আজিজের ছেলে আলমগীর হোসেন (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই রাত সাড়ে ভুক্তভোগীকে (১৩) বাড়িতে একা পেয়ে আলমগীর তার বন্ধু সোহাগের সহযোগিতায় অপহরণ করে। পরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর বাবা ধামইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগের নামে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে রোববার রাত দেড়টার দিকে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।