images

দেশজুড়ে

বগুড়ায় করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

বুধবার, ২৬ জুলাই ২০২৩ , ১১:১৩ পিএম

images

বগুড়ায় ক‌রোনায় আক্রান্ত হয়ে রোকসানা আক্তার (২৭) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হ‌য়ে‌ছে। 

বুধবার (২৬ জুলাই) বি‌কে‌লে বগুড়ার শহিদ জিয়াউর রহমান‌ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রোকসানা আক্তার জেলার শাজাহানপুর উপজেলার জাবির হাসানের স্ত্রী।  

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোকসানা এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হন। গত ১৭ জুলাই রোকসানা করোনায় আক্রান্ত হয়ে শহিদ জিয়াউর রহমান হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ভর্তির সময় তিনি প্রায় ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার অক্সিজেনের স্যাচুরেশন অনেক নেমে গিয়েছিল। বিকেলে তিনি মারা যান।