images

দেশজুড়ে

নিখোঁজের একদিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ , ১২:৫৫ পিএম

images

ফরিদপুরের বোয়ালমারীতে এক নির্মাণশ্রমিককে চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের পেছনে মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মিজান শেখ (২৫) রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে।

বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক কবির হোসেন জানান, বুধবার থেকে মিজান নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলের পেছনে মেহগনি বাগানে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতের শরীরে মারাত্মক জখমের চিহ্ন আছে। তার ডান চোখ উপড়ানো, পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। মরদেহের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।