images

দেশজুড়ে

স্রোতে তলিয়ে যাওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

শনিবার, ০৫ আগস্ট ২০২৩ , ০৮:২৮ পিএম

images

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চেঙ্গী নদীর ছড়া পার হতে গিয়ে স্রোতে তলিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৫ আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত এক্ক্যেইয়া চাকমার (৮০) উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ধার্য্যাছড়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় এক্ক্যেইয়া চাকমা বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে ফেরার পথে চেঙ্গী নদীর ছড়া পার হতে গিয়ে স্রোতে ভেসে যান। এ সময় তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে শনিবার বিকেলে চেঙ্গী নদীর পানিতে ভেসে ওঠে তার মরদেহ।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, শনিবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।