images

দেশজুড়ে

বাঁধ ভেঙে ঝালকাঠিতে ১১ গ্রাম প্লাবিত

সোমবার, ০৭ আগস্ট ২০২৩ , ০৩:৪০ পিএম

images

টানা বর্ষণে ডালি খালের বাঁধ ভেঙে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে চরম ভোগান্তিতে শহরবাসী।

সোমবার (৭ আগস্ট) সকাল থেকে ভারী বর্ষণ চলছে। এতে জেলা প্রশাসকের বাসভবন, বসতঘর, জেলা শিক্ষা অফিস, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়, সদর উপজেলা পরিষদসহ শহরের প্রায় সকল সড়কে হাঁটু পানি জমে গেছে।

জানা গেছে, টানা বৃষ্টিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। খেটে খাওয়া মানুষের দুর্ভোগের মাত্রাও বেড়েছে বহুগুণ।

এদিকে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ডালি খালের বাঁধ ভেঙে ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে বাঁধ-সংলগ্ন এলাকা। অন্যদিকে আউশ ধান, আমনের বীজতলাসহ কৃষকের বিভিন্ন ধরনের ফসলের মাঠ পানিতে ডুবে গেছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ জানান, আউশ ও আমনের বীজতলাসহ বিভিন্ন ফসলের খেত তলিয়ে যাওয়ায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।