images

দেশজুড়ে

ফুটপাতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বুধবার, ২৩ আগস্ট ২০২৩ , ০৮:২১ পিএম

images

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম মুন্সি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেট সংলগ্ন প্রধান সড়কের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। রাস্তাঘাটেই ঘোরাঘুরি করতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।