বুধবার, ৩০ আগস্ট ২০২৩ , ০২:৫৫ পিএম
সাভারের আশুলিয়ার একটি আঞ্চলিক সড়ক ধসে বড় গর্ত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে শিল্প কারখানার শ্রমিক ও স্থানীয়রা।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।
আশুলিয়ার জিরানী-শিমুলিয়া বাজারের আঞ্চলিক সড়ক ঘুরে দেখা যায়, অতি বৃষ্টিতে শিমুলিয়া এসপি হাইস্কুলের সামনে সড়কটির প্রায় ১০ ফিট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটি বন্ধ থাকায় এতে চরম ভোগান্তিতে পড়েছে চলাচলরত বিভিন্ন পেশার মানুষ। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের জন্য চার কিলোমিটার অতিরিক্ত বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। প্রায় ২০টি গ্রামের মানুষ এই সড়কটি ব্যবহার করেন। সড়কে গর্তের কারণে জিরানী সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
সড়কটি ব্যবহার করা ব্যাটারি চালিত অটোরিকশাচালক সফিকুল ইসলাম জানান, প্রতিদিন সকালে কয়েকজন পোশাক শ্রমিককে নিয়মিত বহন করেন। কিন্তু সড়ক ভেঙে যাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।
ডিইপিজেডের একটি কারখানার পোশাক শ্রমিক সুজিত রায় বলেন, সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করতে হয়। বর্তমানে বিকল্প সড়ক ব্যবহার করায় সময় নষ্ট হচ্ছে। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করা যায় না।
স্থানীয় ইউপি সদস্য তারেক আহম্মেদ বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলী কার্যালয়ে জানানো হয়েছে। সড়কটি বন্ধ হওয়া ভোগান্তি তৈরি হয়েছে।
সাভার উপজেলা প্রকৌশলী কার্যালয়ের প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য জানান, আমরা খোঁজ নিয়েছি। বর্তমানে আশেপাশে বর্ষার পানি থাকায় স্থায়ী সমাধান করা যাচ্ছে না। তাই বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। পানি চলে গেলে স্থায়ীভাবে সমাধান করা হবে।