images

দেশজুড়ে

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু

শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:৩০ পিএম

images

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উলুকান্দি এলাকায় স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রী মোছা. মুসকান আক্তারের (১৮) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুসকান আক্তারের স্বামী মহসিন মিয়া বলেন, আজ অফিস ছুটি থাকায় আমার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন মুসকান। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে।