শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বারিখলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো মাইশা আক্তার (৭) ও তার বোন রাইসা আক্তার (৫)। তারা ওই গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মো. ফয়জুল্লাহর মেয়ে।
লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. হাবিব গণমাধ্যমকে বলেন, সকালে দুই সন্তানকে বাড়িতে দাদির কাছে রেখে বাজারে যান মা। বাজার থেকে ফিরে তাদের খুঁজে পাচ্ছিলেন না। বিকেল ৩টার দিকে বাড়ির পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।