images

দেশজুড়ে

যৌন নিপিড়নের প্রতিবাদকারী প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টায় বখাটে গ্রেপ্তার

রোববার, ১০ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৪৩ পিএম

images

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে যৌন নিপিড়নের প্রতিবাদকারী প্রবাসী যুবক মোতাহের হোসেন রাফিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে এনামুল হক হাসান (১৯) ও সাতবাড়িয়া গ্রামের কবির আহম্মদের ছেলে মো. ইমন হোসেন (২০)।

পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর বিকেলে মতিগঞ্জ আর এম কে উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপিড়নের প্রতিবাদ করায় তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত রাফির বাবা আবুল মোবারক মিলন চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি টিভি ফুটেজ দেখে দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।