বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:০২ এএম
রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ধর্ষণ মামলায় এজাহারনামীয় নুর আলম (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুর আলম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ময়ছের মাতুব্বর পাড়া এলাকার সোহরাব শেখের ছেলে। সোমবার রাতেই ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর আলমের নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নুর আলম শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ১০ টাকা দেয়। বাড়িতে এসে শিশুটি কান্না করলে তার মায়ের জিজ্ঞাসায় ঘটনা বলে দেয়। অভিযুক্ত ব্যক্তি একইভাবে আরেক শিশুকেও ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ টাকা দেয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, থানায় মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই শিশুর মেডিকেল রিপোর্টের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।