মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৩৬ এএম
সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত ফনি সরকারের ছেলে নীলকণ্ঠ সরকার (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে নীলকণ্ঠ মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। ত্রিশমাইল এলাকায় পৌঁছানোর পর বৃষ্টিতে মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যান তিনি। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মহিদুল ইসলাম জানান, সোমবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে।