images

দেশজুড়ে

সেন্টমার্টিনে পর্যটকবাহী স্পিডবোড ডুবির ঘটনায় জীবিত উদ্ধার ২৩

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:৪০ পিএম

images

কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে স্পিডবোট উল্টে সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ভাসমান অবস্থায় পর্যটকসহ ২৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। 

নিহত ফিরোজা বেগম (৫০) টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক নারী ইউপি সদস্য। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দুপুর ১১টায় টেকনাফ থেকে পর্যটকসহ ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্টমার্টিনের উদ্দ্যেশে রওনা দেয়। স্পিডবোটটি নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে পৌঁছলে বড় ঢেউয়ের আঘাতে স্পিডবোটটির তলা ফুটো হয়ে উল্টে যায়। এতে বোটে থাকা যাত্রীরা পানিতে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল এবং স্থানীয় জেলের ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসতে থাকা লোকজনকে উদ্ধার করে। পরে তাদের সেন্টমার্টিনের উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। 

এ সময় উদ্ধার অন্যদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।