images

দেশজুড়ে

ভারী বর্ষণে বাড়ছে যমুনার পানি

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ০৯:০৪ পিএম

images

গত কয়েকদিনের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৩২ ও কাজিপুর পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বেড়েছে। এর ফলে তৃতীয় দফায় যমুনার চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ড জানায়, সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২৪ মিটার। ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১২ দশমিক ৯০ মিটার)। 

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮২ মিটার। ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১৪ দশমিক ৮০ মিটার)।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে দ্রুত যমুনা নদীর পানি বাড়ছে। আরও দুদিন পানি বাড়তে পারে।