images

দেশজুড়ে

গফরগাঁওয়ে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ , ০৬:২১ পিএম

images

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস মশাখালী-গফরগাঁও স্টেশনের মাঝামাঝি এসে বিকল হয়ে যায়। পরে ট্রেনটি ধীরে ধীরে গফরগাঁও স্টেশনে পৌঁছালে পুরোপুরি বিকল হয়ে যায়। ট্রেনটি স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে, দুই নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল সচল রয়েছে। এরই মধ্যে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন গফরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।