images

দেশজুড়ে

পুরান ঢাকার মানুষ আরেকটি হাতিরঝিল পাবে : নৌ-প্রতিমন্ত্রী

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ , ১০:১২ পিএম

images

আদি বুড়িগঙ্গা নদীর উন্নয়নে ১ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এটি বাস্তবায়ন হলে পুরান ঢাকার মানুষ আরেকটি হাতিরঝিল পাবে, সেটি আরও আধুনিক হবে।

তিনি বলেন, ঢাকার ইতিহাস সংরক্ষণ করা, ঢাকার ইতিহাস চর্চা এবং ঢাকার ডাক শব্দ চর্চার জায়গা তৈরি হলো বুড়িগঙ্গা মঞ্চ। ঢাকার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে বুড়িগঙ্গা মঞ্চ কার্যকর ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার বিআইডব্লিউটিএ’র সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশন সংলগ্ন ‘বুড়িগঙ্গা মঞ্চ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। বিআইডব্লিউটিএ রক্ষক হিসেবে কাজ করবে। মানুষের মনের অজান্তেই বুড়িগঙ্গাকে দূষিত করা হয়েছে। এটিকে রক্ষার জন্য আগে কেউ বলেনি, মানুষকে সম্পৃক্ত করেনি। ঢাকাকে রক্ষা করতে হবে। বুড়িগঙ্গাকে রক্ষা করতে শেখ হাসিনা ১৯৯৯ সালে পদক্ষেপ নিয়েছিলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী খাল-বিল ও হাওর রক্ষার জন্য হাওর কর্তৃপক্ষ গঠন করেছেন। নদী রক্ষার জন্য নদী রক্ষা কমিশন গঠন করেছেন। ঢাকার চারপাশের নদী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষার জন্য মাস্টারপ্ল্যান তৈরি করেছেন। সেগুলো বাস্তবায়নের জন্য বিআইডব্লিউটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে। 

প্রতিমন্ত্রী বলেন, বুড়িগঙ্গায় নৌকা বাইচ হচ্ছে, বিআইডব্লিউটিএর কল্যাণে মানুষ মাছ ধরছে, গোসল করছে। যা বিগত সময় দেখিনি। আদি বুড়িগঙ্গার রুপ ফিরে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা শহর বদলে গেছে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস, মেট্রোরেল, ১৪ লেনের রাস্তা, মাটির নিচ দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আরও বদলে যাবে। 

খালিদ মাহমুদ বলেন, রূপান্তরিত বাংলাদেশের মহানায়কের নাম শেখ হাসিনা। তিনি থাকলে, নৌকা মার্কা থাকলে বুড়িগঙ্গা মঞ্চ আরও আলোকিত হবে।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ ইরফান সেলিম, বুড়িগঙ্গা মঞ্চ’র আহ্বায়ক রাশেদ আলী, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ কে এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।