images

দেশজুড়ে

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ , ০৭:৫৬ পিএম

images

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসেন (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উখিয়া ৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন ৪নং ক্যাম্পের মনির উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন। 

তিনি জানান, আজ দুপুরে ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শামীম আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার পর ঘটনাস্থলে টহল বৃদ্ধি করা হয়েছে।