images

দেশজুড়ে

মাতুয়াইলে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, যুবক দগ্ধ

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ , ১২:০০ এএম

images

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসান (২৬) নামের এক যুবক দগ্ধ হয়েছেন। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় এ ঘটনা ঘটে। 

দগ্ধ অবস্থায় যাত্রী হাসানকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত যুবক হাসান জানান, আমি যে গাড়িতে ছিলাম ওই গাড়িটি মাতুয়াইল বাসস্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে পেছন থেকে গাড়ির জানালা দিয়ে কয়েকজন যুবক একটি পলিথিনে করে পেট্রোল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। 

তিনি আরও জানান, অন্যান্য যাত্রীরা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেও আমার গাড়ি থেকে নামতে দেরি হওয়ায় পা এবং হাতে আগুন লেগে দগ্ধ হই। পরে আমার এক আত্মীয়কে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে এসে আমাকে হাসপাতালে নিয়ে আসেন।