images

দেশজুড়ে

ফের শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু 

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ , ১০:২২ এএম

images

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফের শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৩টা থেকে এ রুটে চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে বুধবার সকাল ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

তিনি আরও বলেন, তবে আজ মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে বলেও জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।