images

দেশজুড়ে

কুয়াকাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ , ০৩:০২ পিএম

images

পটুয়াখালীর কুয়াকাটায় শামিম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ড হোসেনপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ভোররাতে নিজ বাড়িতে ফাঁস দেয় শামিম। তিনি ৯নং ওয়ার্ডের হোসেনপাড়া এলাকার মিজান মুসল্লির ছেলে।

নিহত শামিম তার বাবার সঙ্গে রাতে ঝগড়া করে। এর রেশ ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ফাঁস লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।