images

দেশজুড়ে

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ , ০৭:৫৪ পিএম

images

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার উচাখিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওমর আলী ওই ইউনিয়নের হাসের আলগী গ্রামের মৃত কলম শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওমর আলীর সঙ্গে প্রতিবেশী গিয়াস উদ্দিনের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে গিয়াস উদ্দিনের ছেলে সিরাজুল (২৮) এর সঙ্গে ঝগড়া ও মারামারির সৃষ্টি হয়। এক পর্যায়ে মারামারির মধ্যে ওমর আলী মাটিতে পড়ে যায়। পরবর্তীতে তার মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার তদন্ত ওসি ফরিদ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল নামের একজনকে আটক করা হয়েছে।