images

দেশজুড়ে

ফেনীতে কেক কেটে জন্মদিন পালন করলেন ওবায়দুল কাদের

সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ , ১২:৪২ পিএম

images

ফেনীতে কেক কেটে জন্মদিন পালন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (১ জানুয়ারি) ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর ফেনী শহরের দক্ষিণ সহদেবপুর বাগানবাড়িতে নিজের জন্মদিন পালন করেন তিনি। 

জন্মদিন পালনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

জানা যায়, ইংরেজি নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি ৭১তম জন্মদিন পালন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত তিন দিন নিজ নির্বাচনী এলাকায় প্রচার শেষে রোববার ফেনীতে নিজাম হাজারীর বাড়িতে রাতযাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

জন্মদিন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের সঙ্গে নিজাম উদ্দিন হাজারী এমপি ও পৌর মেয়র স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৫২ সালে নোয়াখালীর বসুরহাটে ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।