images

দেশজুড়ে

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪ , ১২:৫৩ পিএম

images

মানবতাবিরোধী (যুদ্ধাপরাধী) অপরাধে কারাবন্দি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত মো. শমসের ফকিরের (৮০) গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তগাছায়। তার বাবার নাম মৃত আরফান আলী।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী আনিস শেখসহ কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে শমসের ফকিরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।