images

দেশজুড়ে

সেই মোস্তাকিমের মা আর নেই      

মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ , ০১:৪৮ পিএম

images

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে আলোচিত হওয়া মো. মোস্তাকিমের মা নাসরিন আক্তার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে মো. মোস্তাকিম গণমাধ্যমকে জানান, আম্মুকে ফটিকছড়ি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে আব্বুর কবরের পাশে দাফন করা হবে। 

উল্লেখ্য, নাসরিন আক্তার কিডনি রোগী ছিলেন। তিনি নিয়মিত চমেক হাসপাতালে ডায়ালাইসিস করাতেন। গত বছরের শুরুতে চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধি করা হয়। এর প্রতিবাদে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা আন্দোলনে নামেন। সেই আন্দোলনে মায়ের ডায়ালাইসিস চিকিৎসার ফি কমাতে যোগ দিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়ে আলোচনায় আসেন মোস্তাকিম।