বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ , ০৫:৪৫ এএম
নড়াইলে শুরু হয়েছে ৩ দিনের পিঠা উৎসব।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নড়াইল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ৩ দিনের এ পিঠা উৎসব। বিকেল সাড়ে ৩টায় কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান, কালচারাল অফিসার মোহাম্মাদ হামিদুর রহমানসহ অনেকে।
স্টলের মালিকেরা জানান, নতুন প্রজন্মের কাছে পুরাতন প্রজন্মের পিঠেপুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি। গ্রাম বাংলার যে সকল পিঠা হারিয়ে যেতে বসেছে সেই সকল পিঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।
বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নানা ধরনের পিঠা তৈরির স্টল নিয়ে বসেছিল পিঠা উৎসবে। রাত-জেগে নারীরা তৈরি করেছেন নানা ধরনের পিঠা। সকালে তাই নিয়ে হাজির হয়েছেন উৎসবে।
বিভিন্ন স্টলে স্টলে ঘুরে দুর্লভ সব পিঠা কিনে খাচ্ছেন ক্রেতারা। অনেকে পরিবার নিয়ে এসেছেন এই আয়োজনে। নতুন প্রজন্মের শিশুরাও পিঠার স্বাদ নিচ্ছেন। মেলার পাশেই শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ধরনের আয়োজন বাঙ্গালী ঐতিহ্য ধরে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।