শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ , ০৯:২৮ এএম
৫০ ফটু উঁচু একটি বিলবোর্ড। তার ওপরে উঠে বসে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। এমন অবস্থা দেখে জানানো হয় ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় নামায় সেই ব্যক্তিকে। পরে তিনি অজ্ঞান হয়ে যান।
এমন ঘটনাই ঘটেছে ময়মনসিংহ নগরীতে। অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার নাম ঠিকানা জানা যায়নি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিলবোর্ড থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিলবোর্ডের ওপর অজ্ঞাত এক ব্যক্তি উঠে বসে আছে। এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টা চেষ্টার পর রশিতে বেঁধে তাকে জীবিত অবস্থায় নিচে নামানো হয়। নিচে নামার পর সে অজ্ঞান হয়ে যায়।
স্টেশন অফিসার আরও বলেন, পরে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরলে পরে সেখান থেকে তিনি নিজেই চলে যান।