images

দেশজুড়ে

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনচালকের মৃত্যু

শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ , ০৫:৪৫ পিএম

images

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মো. হামজা শেখ (২৫) নামে এক নসিমনচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের গণপত্যা হড়াই ব্রিজ-সংলগ্ন এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. হামজা শেখ (২৫) বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামের মো. মতিন শেখের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি থেকে অতিরিক্ত মালবোঝাই করে রাজবাড়ী যাওয়ার সময় দ্রুত গতিতে চালানোর ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।