images

দেশজুড়ে

আনসার সদস্যকে হত্যার ২২ বছর পর ফাঁসির আসামি গ্রেপ্তার

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৩২ পিএম

images

২২ বছর আগে এক আনসার সদস্যকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর আলী ওরফে সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২০০২ সালে কর্তব্যরত এক আনসার সদস্যকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর আলী ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে তিনি পুলিশ সদস্যকে গুলি করে হত্যাচেষ্টার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিও ছিলেন।

এ বিষয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান খন্দকার আল মঈন।