images

দেশজুড়ে

জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ , ০৮:১৯ পিএম

images

জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ মার্চ) সকালে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

নিহত অর্ক জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের শয়ন মণ্ডলের মেয়ে। 

ওসি হুমায়ূন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অর্ক নিজ বাড়ির বারান্দায় খেলাধুলা করছিলো। এ সময় পূজা দেওয়ার সন্ধ্যাবাতির আগুন লেগে দগ্ধ হয় অর্ক। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় শিশু অর্ক। তার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। 

শিশুটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।