শুক্রবার, ২২ মার্চ ২০২৪ , ০৬:০৭ পিএম
পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন শানু নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার আবুল মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে শামীম হোসেন পুকুর সংস্কারের জন্য এস্কেভেটর দিয়ে কাজ করছিল। প্রতিদিনের মতো আজকেও শামীম হোসেন পুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক সেচ পাম্প লাগায়। পরে সেচ পাম্পে ত্রুটি দেখে নিজে ইলেকট্রিক তারে হাত দেন। তারটি লিক থাকায় শর্টসার্কিট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।