images

দেশজুড়ে

বিলের মধ্যে বিমান!

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ , ০৪:৩০ পিএম

images

নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩ টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে বিমানটি অবতরণ করে। এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানে স্কোয়াড্রন লিডার মাহফুজ স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কী ধরণের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।