images

দেশজুড়ে

ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ইফতার মাহফিল

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ , ১০:৩৯ পিএম

images

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্দ্যোগে নগরীর একটি স্বনামধন্য হোটেলে ইফতারের আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপি, রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারসহ রাজশাহীর বর্তমান এমপি ও সাবেক এমপি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, খৃষ্টান ধর্মের ধর্মযাজক (বিশোপ), ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।