images

দেশজুড়ে

হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন

বুধবার, ১০ এপ্রিল ২০২৪ , ০৬:২৩ পিএম

images

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বুধবার (১০ এপ্রিল) বিকেলে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৪টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর থেকে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন।

তিনি বলেন, বিকেলে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি। তবে আগুনের কারণ জানতে পারিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।