বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ১১:১৮ এএম
পাউরুটি না পেয়ে ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে এক কর্মচারীকে চড়-থাপ্পড় ও প্রাণনাশের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার রাতে হাইমচরের আলগী বাজারের রসবিলাস মিষ্টির দোকানে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (১৬ এপ্রিল) ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পাউরুটি দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে রসবিলাস মিষ্টির দোকানের কর্মচারী আজগরকে চাঁদপুরের হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী চড়-থাপ্পড় মারছেন। এ সময় আজগর যাতে আইনের আশ্রয় না নেয় সে জন্য তাকে প্রাণনাশের হুমকিও দেন তিনি।
ঘটনার বিষয়ে রসবিলাসের হাইমচর শাখার ভুক্তভোগী কর্মচারী মো. আজগর জানান, শামীম নামের এক লোক ফোনে ৫০ পিস পাউরুটির অর্ডার দেন। পরে ঈদের বন্ধের জন্য পাউরুটি দেওয়া যাবে না বলে জানানো হলে ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী এসে আমার ওপর ক্ষিপ্ত হয়ে চড়-থাপ্পড় মারেন।
বক্তব্য নিতে উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বেপারী ও শামীমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কারোর বক্তব্যই পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুরের হাইমচর থানার ওসি মো. ইয়াছিন।
তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।