images

দেশজুড়ে

ময়লার স্তূপে মিলল মানুষের কঙ্কাল, এলাকায় তোলপাড়

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ০৪:৫৮ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে মুরগির খামারের ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।  

বৃহস্পতিবার (২ মে) উপজেলার বিষ্ণুপুর গ্রামের মনিষ দাশের বাগান-সংলগ্ন মুরগির খামারের বর্জ্যের স্তূপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, মনিষ দাশের বাগানের পাশ দিয়ে যাওয়ার পথে মুরগির খামারের বর্জ্যের স্তুপের মধ্যে মানুষের মাথা জাতীয় কিছু একটা দেখতে পান এক পথচারী। পরে তিনি এগিয়ে গিয়ে দেখেন তার দেখা বস্তুটি আসলেই মানুষের মাথা। তাৎক্ষণিক তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য পীযূষ কান্তি রায়কে জানান। পরে ইউপি সদস্য পীযূষ কান্তি রায় থানায় খবর দেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর আলী বলেন, রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।