images

দেশজুড়ে

গোপালগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

বুধবার, ০৮ মে ২০২৪ , ১১:২৪ পিএম

images

গোপালগঞ্জের তিনটি উপজেলায় সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদে ৩১টি কেন্দ্রে ৪০ হাজার ৭৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. বাবুল শেখ (দোয়াত—কলম)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী মাসুদুল হক (আনারস) পেয়েছেন ১৯ হাজার ৯৫১ ভোট। 

কোটালীপাড়া উপজেলা পরিষদে ৭৭টি কেন্দ্রে ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিমল কৃষ্ণ বিশ^াস (দোয়াত—কলম)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার (চিংড়ি মাছ) পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট। 

এছাড়া টুঙ্গীপাড়া উপজেলায় ২০ হাজার ৯৭৩ ভোট পেয়ে ভাইস—চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব শেখ (উড়োজাহাজ) এবং ১৬ হাজার ৩৭ ভোট পেয়ে মহিলা ভাইস—চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিসেস পারুল বেগম (হাঁস)।

কোটালীপাড়া উপজেলায় ৬৯ হাজার ৫৩৭ ভোট পেয়ে ভাইস—চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেবদুলাল বসু (টিউবওয়েল) এবং ৪৫ হাজার ৯৮৯ ভোট পেয়ে মহিলা ভাইস—চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেসমিন বেগম (কলস)। 

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল (টেলিফোন) ৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি এম লিয়াকত আলি আনারস পেয়েছেন ২৯ হাজার ৮৬৪ ভোট। ভোটের ব্যবধানে ৩য় স্থানে রয়েছেন  নিতিশ রায় (মোটরসাইকেল)। তিনি পেয়েছেন ২৫ হাজার ৩০০ ভোট।