শনিবার, ১৮ মে ২০২৪ , ১০:২৮ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় পানি তোলার পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মরিয়ম বেগম (৬০) নামে এক গৃহবধূর মারা গেছেন।
শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার গোয়ারদিহী ইউনিয়নের হাসিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম উপজেলার গোয়ারদিহী ইউনিয়নের হাসিমপুর গ্রামের বাসিন্দা সেকন্দার আলীর সহধর্মিণী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ওসি মো. মোজাহারুল ইসলাম।
ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, গোয়ারদিহী ইউনিয়নের হাসিমপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গোয়ারদিহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন লিটন বলেন, নিজ বাড়িতে খাবার পানি তোলার কাজে ব্যবহৃত পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সেকেন্দার আলীর স্ত্রী মরিয়ম বেগমের মৃত্যু হয়।