images

দেশজুড়ে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ১২:০৪ পিএম

images

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।

শুক্রবার (২৪ মে) বেলা ১১টায় ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

১৩নং ক্যাম্পের প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলেন, ‘কমপক্ষে ৫০টির ওপর ঘর আগুনে পুড়ে গেছে। আগুন এখনও জ্বলছে।’

উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুনের পরিস্থিতি ভয়াবহ।’

এ বিষয়ে ওসি শামীম হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের পুলিশের টিমও কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’