images

দেশজুড়ে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কারাগারে ছাত্রলীগ নেতা

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ০৩:০৩ পিএম

images

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাজিউর রহমান সম্রাট নামে এক ছাত্রলীগ নেতাকে ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ মে) সকাল ৯টায় ছাত্রলীগ নেতা সম্রাটকে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। 

সম্রাট খুলনার সোনাডাঙ্গা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টার দিকে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজামের পক্ষে প্রচারে যান সম্রাট। এ সময় আচরণবিধি ভঙ্গ করায় কামলা বাজার এলাকা থেকে তাকে আটক করেন নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।