images

দেশজুড়ে

কসবায় স্থগিত হওয়া ইউপি নির্বাচনের ভোট শুরু

রোববার, ২৬ মে ২০২৪ , ০৯:৫২ এএম

Failed to load the video

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রার্থীদের ভোট গ্রহণ শুরু হয়েছে। 

রোববার (২৬ মে) সকাল ৮টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টার পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ। এর আগে গত ২৮ এপ্রিল ব্যালট পেপারে প্রতীক না থাকায় কসবার কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। তবে বাকী সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদের প্রার্থীদের ভোট গ্রহণ চালু ছিল। 

নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদসহ মোট ৫৭ জন প্রার্থী ২৮ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার চারশত ৩৫ জন। মোট ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে ৫ জন ম্যাজিস্ট্রেটসহ র‍্যাব, পুলিশ ও স্টাইকিং ফোর্স মাঠে রয়েছে।