images

দেশজুড়ে

সুনামগঞ্জে কলেজ শিক্ষককে মারধর

সোমবার, ২৭ মে ২০২৪ , ০৫:০০ পিএম

images

সুনামগঞ্জের শাল্লা ডিগ্রি কলেজের অধ্যাপক রূপচান দাসকে বেধড়ক মারধর করেছেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তার দোকান কর্মচারী। 

রোববার (২৬ মে) দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত অধ্যাপক রূপচান দাস প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বিষয়টি শাল্লা থানার ওসিকে জানিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ভূমি নিয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাসের সঙ্গে অধ্যাপক রূপচান দাসের বিরোধ চলছে। এর জের ধরে রোববার দুপুরে অধ্যাপক রূপচান দাস উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে আসার পরই দীপু রঞ্জন দাস ও তার দোকান কর্মচারী অনিক দাস তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা গ্রহণের পর অধ্যাপক রূপচান নিজ কর্মস্থল শাল্লা ডিগ্রি কলেজের শহীদ মিনারে কিছু সময় অবস্থান করেন।

প্রত্যক্ষদর্শী বাজারের উজ্জ্বল মিয়ার দোকানের ম্যানেজার গৌরচাঁদ দাস বলেন, দীপু রঞ্জন দাস তার হাতে থাকা ছাতা দিয়ে কলেজ শিক্ষক রূপচান দাসকে মারধর করেছেন। পরে আমরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করি।

অধ্যাপক রূপচান দাস বলেন, সাবেক ভাইস চেয়ারম্যান দীপু একজন দখলবাজ। আমি এসবের বিরোধিতা করায় আমাকে তিনি লাঞ্ছিত ও মারধর করেছেন। আমার হাত ও পায়ে আঘাত করেছেন। আমি চিকিৎসা নিয়ে বিষয়টি থানার ওসিকে জানিয়ে রেখেছি। সুস্থ হয়ে মামলা করব।

এ ব্যাপারে শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাসের কথা বলতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অধ্যাপক রূপচান দাসের সঙ্গে কথা হয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।