images

দেশজুড়ে

চাঁদপুরের ২ উপজেলায় চলছে ইভিএমে ভোটগ্রহণ 

বুধবার, ০৫ জুন ২০২৪ , ০৯:৫৩ এএম

images

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। 

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে দুই উপজেলার ২২৮টি কেন্দ্রে প্রথমবরের মতো ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এই দুই উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী। 

এ দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। তবে মহিলা ভোটারের সংখ্যা কিছুটা বেশি।

ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার শেষ সময় পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কাজ শুরু করেছেন।