images

দেশজুড়ে

ডাস্টবিনে মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ

বুধবার, ১০ জুলাই ২০২৪ , ০১:১০ পিএম

images

চট্টগ্রাম নগরীর বায়েজিদ তুলাতলি এলাকার একটি ডাস্টবিন থেকে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ডাস্টবিনে পড়ে থাকা একটি বস্তা দেখে স্থানীয় লোকজন পাশে দায়িত্ব পালন করা পুলিশ সার্জেন্টকে জানান। 

তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

থানা সূত্রে জানা গেছে, শিশুটি অপরিপক্ক। আনুমানিক ৬ মাস হবে শিশুটির বয়স। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার এসআই আবুল হোসেন।

এসআই আবুল হোসেন বলেন, ‘ডাস্টবিনে পড়ে থাকা একটি শিশু দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ৬ মাস বয়সি শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।’