images

দেশজুড়ে

মাদারীপুরে কুমার নদ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

শনিবার, ৩১ আগস্ট ২০২৪ , ০৭:৫৬ পিএম

মাদারীপুরের কুমার নদ থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলার কালিবাড়ী বাজারের পাশে কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ।

জানা যায়, রাজৈর উপজেলার কালিবাড়ি বাজারের পাশে কুমার নদে সন্ধ্যার দিকে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে রাজৈরের কবিরাজপুর নৌফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়। নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায়। তারা রাজৈর থানা পুলিশকে খবর দেয়। পরে যৌথভাবে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি সঞ্জয় কুমার ঘোষ বলেন, ‘অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’