images

দেশজুড়ে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ , ০১:৫৮ পিএম

images

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ খাইরুল ইসলাম (২১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ২ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খায়রুল পিরোজপুরের কাউখালী থানার দাশের কাঁথি গ্রামের কামাল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, ভোরের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাইরুল ইসলাম মারা যান। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় আরও ৬ জন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৮), আবুল কাশেম (৩৯), বরকাতুল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৪৫), আল-আমিন (২৩) ও হাবিব (৩৫)। 

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এস এন করপোরেশন নামের ওই কারখানায় একটি পুরোনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরটিভি/এমকে/এসএ