রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ১১:০৮ পিএম
র্যাংগস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রাক্তন কর্মকর্তা এবং কর্মচারীরা চাকরি বহালের দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) র্যাংগস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সামনে এ এই কর্মসূচি পালন করা তারা।
তাদের দাবি, কোম্পানির পক্ষ থেকে কোন নোটিশ ছাড়াই বিনা কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে ২০০ জন কর্মকর্তা এবং কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। এসময় তাদেরকে কোন অব্যাহতি পত্র দেয় নাই। এমনকি ন্যায্য পাওনা পরিশোধও করে নাই। অনেকটা জোরপূর্বক কারখানা থেকে বের করে দেওয়া হয়।
কর্মসূচিতে আসা কর্মকর্তারা জানান, তারা তাদের সুবিচার এবং ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান রাখবেন।
আরটিভি/এএইচ