বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ১০:২০ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনের প্যাডে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, কক্সবাজার জেলা শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
আরটিভি/এমকে/এআর