শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ০৪:৪২ পিএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানকে বৈষম্যবিরোধী তিনজন আন্দোলনকারীকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিবির) ওসি শহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘উপজেলা সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান গৌরীপুরে শিক্ষার্থী বিপ্লব জুবায়ের ও নুরে আলম হত্যা মামলার আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলাও রয়েছে।’
আরটিভি/এমকে/এআর