images

দেশজুড়ে

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ , ০৬:২০ পিএম

images

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

বজ্রপাতে কিশোর নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক। 

নিহত কিশোর উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলেন কিশোর সোহাগ দাস। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে আহত হয় সোহাগ। স্থানীয়রা উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে এক কিশোর নিহত হয়েছেন। মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।’ 

আরটিভি/এমকে