images

দেশজুড়ে

পুকুরে ভাসছিল নারী ও শিশুর মর‌দেহ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ০৭:২৭ পিএম

images

গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নারী ও এক ছেলেশিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বৃহস্প‌তিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মৌচাক তেলির চালা এলাকার একটি পুকুর থেকে মর‌দেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া নারীর আনুমানিক বয়স ২৮ বছর, তার পরনে ছিল নীল রঙের থ্রিপিস। আর বছর আড়াইয়ের শিশুটির পরনে ছিল হলুদ রঙের টি শার্ট। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকা‌লে স্থানীয়রা পু‌কু‌রে মর‌দেহ দেখ‌তে পায়। এলাকাবাসী পু‌লি‌শে খবর দি‌লে দুপু‌রে মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা মর‌দেহ দু‌টি মা ও ছে‌লের হ‌তে পা‌রে। 

মৌচাক ফাঁড়ির ইনচার্জ প‌রিদর্শক ম‌হিদুল ইসলাম জানান, খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত শে‌য়ে মর‌দে‌হের প‌রিচয় ও হত‌্যা বা আত্মহত্যার বিষয় নি‌শ্চিত করা যা‌বে। আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। 

আরটিভি/এএএ